প্রকাশিত: Tue, Feb 14, 2023 5:13 PM
আপডেট: Mon, Apr 28, 2025 5:23 PM

চ্যাটবট এখনো বাংলাদেশ সম্পর্কে খুব বেশি জানে না, বাংলায় প্রশ্ন করলে ভুল উত্তর দেয়

সালেহ্ বিপ্লব: অনন্য কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন হলেও ‘চ্যাটবট’ এখনো বাংলা ভাষাটা পুরোপুরি বোঝে না। উল্টোপাল্টা উত্তর দিয়ে বসে। যেমন বাংলায় প্রশ্ন লিখে জানতে চাওয়া হলো, বাংলাদেশের জাতীয় পাখি কী? সে উত্তর দিলো, শালিক। বাংলাদেশের জাতীয় পশু কী, এই প্রশ্নের উত্তরে সে বলেছে, ঘোড়া। জাতীয় খেলা কী, এর উত্তরে বলেছে, ক্রিকেট। শুধু বাংলা ভাষার ক্ষেত্রেই নয়, বাংলাদেশের বিভিন্ন বিষয়ে বলতে গিয়ে সে গুবলেট করে ফেলেছে। 

তাকে প্রশ্ন করা হয়েছিলো, বাংলাদেশ কবে স্বাধীন হয়েছে? উত্তরে সে বাংলাতেই লিখেছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে ১৯৭১ সালে। ১৯৭১ সালে বাংলাদেশ প্রধানত ভারত থেকে স্বাধীন হয়ে গেছে।

এরপর চ্যাটবটকে ইংরেজিতেই প্রশ্ন করা হয়েছিলো, বাংলাদেশের শীর্ষ ১০ ধনীর নাম বলো। সে উত্তর দিতে গিয়ে ভারত, নেপাল ও বাংলাদেশের ধনীদের মিলিয়ে ফেলেছে। ফোর্বসের বরাত দিয়ে সে লিখেছে, বাংলাদেশের শীর্ষধনী সালমান এফ রহমান। এরপর রয়েছেন বিনোদ চৌধুরী, আজিম প্রেমজি, রাকেশ ঝুনঝুনওয়ালা, হাসিবুল কবির, জি আর খৈতান, কৌশল পাল সিংহ, শিবুলাল, অনলজিৎ সিং এবং সাইরাস পুনাওয়ালা। এদের মধ্যে বিনোদ চৌধুরী নেপালের শীর্ষ ব্যবসায়ী। বাকি ৮ জন ভারতের বিজনেস টাইকুন। এ নিয়ে চ্যাটবট ব্যবহারকারীদের অভিমত হলো, বাংলাদেশ সম্পর্কে জানা এবং বাংলা ভাষাটাকে আত্মস্থ করতে কারিগরীভাবে হয়তো আরো কিছুদিন সময় লাগবে। কিন্তু আপাতত বাংলা ও বাংলাদেশ সংক্রান্ত ভুলগুলো বাদ দিলে যে কোনো বিষয়ে জানার জন্যে চ্যাটবটই নিঃসন্দেহে সবচেয়ে ভালো প্রযুক্তি।

আবার নীতিমালার বাইরে কোনো প্রশ্নের উত্তর দেবে না চ্যাটবট। জানতে চাওয়া হয়েছিলো, বাংলাদেশের শীর্ষ ১০ সন্ত্রাসী নাম বলো। জবাবে চ্যাটবট বলেছে, এই বিষয়টা তাদের পলিসির মধ্যে পড়ে না।  সম্পাদনা: এল আর বাদল